Web Analytics

যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ভারতের ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে যাতে তারা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। তিনি এ ঘটনাকে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননা হিসেবে নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দিয়েছেন বিষয়টি আইসিসিকে লিখিতভাবে ব্যাখ্যা করতে। বোর্ডকে জানাতে বলা হয়েছে যে, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে না পারলে, বাংলাদেশের জাতীয় দলও সেখানে বিশ্বকাপ খেলতে নিরাপদ মনে করবে না। তিনি আরও জানান, বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের অনুরোধ জানায়।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি কোনো অবমাননা সহ্য করা হবে না এবং গোলামীর যুগ শেষ হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।