বাংলাদেশের কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে বন্দিরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সাত দিন পর পর ১০ টাকায় ১০ মিনিট কথা বলতে পারেন। এবার একই পদ্ধতিতে সপ্তাহে একবার ১৫ টাকায় ১০ মিনিট ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন তারা। কারা অধিদপ্তর জানিয়েছে, বন্দিদের দেখতে স্বজনদের কারাগারে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। প্রতিবার সাক্ষাতে গড়ে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। নতুন উদ্যোগে আইপি ফোনের মাধ্যমে ভিডিও কল চালু হলে এই ভোগান্তি অনেকটাই কমবে। সফটওয়্যারের মাধ্যমে পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে। সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ফিঙ্গারপ্রিন্টভিত্তিক কলিং সিস্টেম সফল হওয়ায় ভিডিও কল চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে। কারা কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ কারাগারের যোগাযোগব্যবস্থাকে আধুনিক করবে, বন্দিদের মানসিক চাপ কমাবে এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় করবে।