গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হচ্ছে। নিহতরা হলেন রমজান কাজী, সোহেল রানা ও মো. ইমন তালুকদার। জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপার জানান, আদালতের আদেশ অনুযায়ী তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মোট ৩১৩ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নিরপরাধ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার পরিস্থিতি শান্ত রয়েছে এবং কারফিউ বা ১৪৪ ধারা জারি নেই।