Web Analytics

রংপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুর বিপরীতে দলের দুই বিদ্রোহী নেতা অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন ও রিটা রহমানের সক্রিয় নির্বাচনি প্রচারে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে দলটি। এ বিভক্তির কারণে তৃণমূল নেতাকর্মীরা বিভ্রান্তিতে আছেন এবং দলের ভেতরে পক্ষ-বিপক্ষ অবস্থান তৈরি হয়েছে। এই সুযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল প্রচারে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে এনসিপি ও ইসলামী আন্দোলনসহ অন্যান্য দল এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। ডন ও রিটা উভয়েই নিজেদের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও যোগ্যতার কথা তুলে ধরে মনোনয়নের দাবি জানাচ্ছেন, আর সামু দাবি করছেন এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং দলে কোনো বিভাজন নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।