Web Analytics

সৌদি আরবের দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষ নাজাহা দুর্নীতির অভিযোগে ১১৬ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়। আরবি দৈনিক ওকাজের বরাতে গালফ নিউজ জানায়, তদন্তের অংশ হিসেবে নাজাহা ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

নাজাহার এক বিবৃতিতে বলা হয়, চলতি মাসে ১,৪৪০টি অভিযান চালানো হয়েছে, যা স্বরাষ্ট্র, পৌরসভা ও গ্রামীণ উন্নয়ন, গৃহায়ন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি সংস্থাকে অন্তর্ভুক্ত করে। তদন্তে মূলত ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কিছু অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকিদের বিচার বিভাগে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নাজাহা জানায়, জনস্বার্থের অর্থ সুরক্ষা, সততা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি খাতে দুর্নীতি প্রতিরোধই এই অভিযানের মূল লক্ষ্য। সংস্থাটি জনগণকে টোল-ফ্রি নম্বর ৯৮০ বা ওয়েবসাইটের মাধ্যমে দুর্নীতির অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।