Web Analytics

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত আসিয়ান প্রযুক্তি সহযোগিতা সম্মেলনে এবার রেকর্ডসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতি দেখা যায়। তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি দেশের প্রতিনিধি, ২,০০০ জনেরও বেশি অনসাইট অংশগ্রহণকারী এবং ৫০,০০০-এর বেশি অনলাইন দর্শক যুক্ত হন। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক আমার হাজি ফাদিল্লাহ হাজি ইউসুফ উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি, মানবসম্পদ ও আঞ্চলিক ঐক্যকে ভবিষ্যৎ রূপান্তরের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। সম্মেলনে নতুন গবেষণা ও উদ্ভাবন উদ্যোগ, সহযোগিতা চুক্তি এবং কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সামিট ২০২৫ উদ্বোধন করা হয়। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন, টেকসই সরবরাহ শৃঙ্খল, ডিজিটাল বাণিজ্য ও সীমান্ত-পার গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, আসিয়ান ও এপেক অঞ্চলের পারস্পরিক নির্ভরতা দ্রুত বাড়ছে এবং মালয়েশিয়া উদ্ভাবন কূটনীতিতে আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।