Web Analytics

বগুড়ার শাজাহানপুরে রোববার দুপুরে দ্রুতগতিতে ‘ড্যান্সিং স্টাইলে’ মোটরসাইকেল চালানোর সময় ট্রাকের নিচে পড়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। দুপুর পৌনে ১টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ এলাকার ওড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল ও ট্রাকে আগুন ধরে যায় এবং আরও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করেন, পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রোহান (১৭) শেরপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ির আশু মিয়ার ছেলে। আহত মারুফ হোসেন (১৮) একই এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ট্রাককে দ্রুতগতিতে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে।

ঘটনাটি তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরাপদ সড়ক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।