Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত ৪৪ দিনে গাজায় প্রায় ৫০০ বার হামলা চালিয়েছে ইসরাইল বলে অভিযোগ করেছে গাজার গণমাধ্যম কার্যালয়। এসব হামলায় অন্তত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও প্রবীণও রয়েছেন। গাজা প্রশাসন বলছে, ইসরাইল পরিকল্পিতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। শনিবার একদিনেই ২৭টি যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা ঘটেছে, এতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হন। ইসরাইল গাজায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রবেশেও কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। অন্যদিকে, ইসরাইল দাবি করেছে, হামাসের এক সদস্যের আক্রমণের জবাবে বিমান হামলা চালানো হয়। হামাস যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।