বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক ও ৯ উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেইসাথে বিক্ষোভ মিছিলও করছেন তারা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা। আজ বিকেল ৩টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।