সৌদি আরব শিল্প লাইসেন্সপ্রাপ্ত কারখানায় কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আকামা ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের (সিডা) সুপারিশে নেওয়া এই পদক্ষেপের লক্ষ্য জাতীয় কারখানাগুলোকে শক্তিশালী করা, স্থায়িত্ব নিশ্চিত করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি করা।
শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আলখোরাইফ জানান, এই সিদ্ধান্তে কারখানার পরিচালন ব্যয় কমবে, উৎপাদন ও সম্প্রসারণ সহজ হবে এবং অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়বে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৮,৮২২ থেকে ১২,০০০ ছাড়িয়েছে, বিনিয়োগ ৩৫ শতাংশ বেড়ে ১.২২ ট্রিলিয়ন রিয়ালে পৌঁছেছে এবং কর্মসংস্থান ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সরকার আশা করছে, এই নীতি শিল্প খাতের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে। ২০৩৫ সালের মধ্যে শিল্প জিডিপি তিনগুণ বাড়িয়ে ৮৯৫ বিলিয়ন রিয়ালে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।