Web Analytics

২০২৬ সালের ২৯ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জামায়াতের শেরপুর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের নেতৃত্বে ভিসি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এতে অংশ নেন এবং হত্যার বিচার ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ এনে বলেন, দেশে কোনো হত্যার “বড় প্ল্যান” বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জিএস এস এম ফরহাদসহ অন্যান্য নেতারা নির্বাচনের সময় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন দায় এড়াতে পারবে না বলে সতর্ক করেন। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সমাবেশ শেষে ডাকসু নেতারা ঘোষণা দেন, খুন ও সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতে “জুলাই প্রজন্ম” আবারও রাজপথে নামতে প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।