ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক ব্যস্ত সপ্তাহান্ত, যেখানে মূল আকর্ষণ অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এই ম্যাচটি ভোর ৫টা ৩০ মিনিটে স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার হবে। একই দিনে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট দেখা যাবে সনি স্পোর্টসে। ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় বিগ ব্যাশে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও হোবার্ট হারিকেনস, আর আইএলটি২০ লিগে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, ডেজার্ট ভাইপার্স ও এমআই এমিরেটস।
ফুটবলেও থাকছে উত্তেজনা। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের, লা লিগায় ভিয়ারিয়াল খেলবে বার্সেলোনার বিপক্ষে, বুন্দেসলিগায় হেইডেনহেইমের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ এবং সৌদি প্রো লিগে আল নাসর লড়বে আল নাজমার সঙ্গে।
বছরের শেষ প্রান্তে এই ঘনবসতিপূর্ণ সূচি বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সপ্তাহান্তের ইঙ্গিত দিচ্ছে।