Web Analytics

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। বুধবার বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং ফ্যাসিবাদের শেষ শিকড় উপড়ে ফেলার প্রতিশ্রুতি দেন।

মাসুদ সাঈদী বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর ঘটনার সময় আলেমদের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগ আন্দোলনকে প্রত্যাখ্যান করেছিলেন। ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি জানান, তার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাবন্দি থাকাকালে খালেদা জিয়া তাদের পরিবারের খোঁজ নিয়েছিলেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানান, যেন তিনি খালেদা জিয়ার মতোই সকল দল-মতকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের পথে এগিয়ে যান। আসন্ন নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।