Web Analytics

ঢাকা–সিলেট রেলপথের হবিগঞ্জ অংশে দুর্ঘটনা কমাতে ২০টি অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ লেভেলক্রসিং বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। জেলার চারটি উপজেলার ওপর দিয়ে যাওয়া এ রেলপথে মোট ৪৬টি অনুমোদনহীন লেভেলক্রসিং রয়েছে। প্রথম পর্যায়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি বন্ধ করা হয়েছে এবং বাকি ২৬টি ধাপে ধাপে বন্ধ করা হবে বলে জানিয়েছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। রেলওয়ে কর্মকর্তারা জানান, এসব লেভেলক্রসিং স্থানীয়ভাবে তৈরি এবং কোনো নিরাপত্তা কাঠামো বা সিগন্যালম্যান নেই, ফলে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তবে হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের ভোগান্তি বেড়েছে। তারা অভিযোগ করেছেন, কোনো পূর্ব নোটিস ছাড়াই চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দারা বিকল্প সড়ক, ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে এটি কার্যকর হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।