Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের অদূরে পন্তা এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা প্রয়োজনে বিশ্বব্যাপী ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি চালুর হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান আজাদ এবং পরিচালনা করেন ফোরামের আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামান। এতে বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও গবেষকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তার হত্যার বিচার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ চলবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।