Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ বিকেলে দেওয়া এই আদেশের ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ আটটি কেন্দ্রে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করে। মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি আবেদন জমা পড়ে, যা পূর্ববর্তী বছরের তুলনায় কম। এই পরীক্ষার মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, প্রশাসনে ২০০ জন এবং পুলিশে ১১৭ জন।

এবারের প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর কমিয়ে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতায় নম্বর বাড়ানো হয়েছে। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি শেষে দ্রুত লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্নের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।