চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে, যা এখন বিশ্ববিদ্যালয়ের জন্য বড় সংকটে পরিণত হয়েছে। সর্বশেষ মিনহাজ ইসলাম রিফাত নামে এক ব্যক্তি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর সময় ধরা পড়েন। তিনি আসলে একটি হাসপাতালে চাকরি করেন এবং নারী শিক্ষার্থীদের অশালীন বার্তা পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। গত এক দশকে অন্তত ১০ জন ভুয়া শিক্ষার্থী শনাক্ত হয়েছে, যারা কেউ জাল ভর্তি, কেউ মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার, আবার কেউ গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে প্রতারণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব প্রতারক চবির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে, তবে যারা আনুষ্ঠানিকভাবে ভর্তি নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, কার্যকর যাচাই-বাছাই ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের প্রতারণা বন্ধ হবে না।