স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। স্টারলিংককে তিনি ‘নির্ভরযোগ্য ও স্পর্শকাতর লাইফ লাইন’ হিসেবে উল্লেখ করেন, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে কার্যক্রম থাকা স্টারলিংকের বাংলাদেশে সফট লঞ্চের পর আনুষ্ঠানিক ঘোষণা এটাই প্রথম। ডিজিটাল শাটডাউনের এক বছর পূর্তির দিন এ ঘোষণা আসে। যদিও এখনও অনেক দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছায়নি, স্টারলিংক সেখানে ‘ডিজিটাল ইকুয়ালাইজার’ হিসেবে কাজ করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সাশ্রয়ী দামের প্রশ্ন এখনও অমীমাংসিত রয়েছে।