Web Analytics

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সোকোতো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ, তার দশজন ব্রাইডসমেড, এক নবজাতক ও আরও দুই নারীসহ মোট ১৪ জনকে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা। শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে এই হামলা চালানো হয়। স্থানীয়রা জানান, ডাকাতেরা রাতের অন্ধকারে গ্রামে ঢুকে সবাইকে তুলে নিয়ে যায়। স্থানীয় গোয়েন্দা প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে, নভেম্বর মাসে সোকোতোতে অপহরণের সংখ্যা গত এক বছরের মধ্যে সর্বাধিক। প্রতিবেশী অঙ্গরাজ্যগুলোর সঙ্গে ডাকাতচক্রের সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হওয়াও অপহরণ বৃদ্ধির কারণ হতে পারে। গত অক্টোবরেও একই গ্রামে ১৩ জনকে অপহরণ করা হয়েছিল, যাদের মুক্তিপণ দিয়ে ফেরত আনা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কেব্বি ও নাইজার অঙ্গরাজ্যেও শতাধিক মানুষ অপহৃত হয়েছে, যা নাইজেরিয়ার নিরাপত্তা সংকটকে আরও গভীর করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।