Web Analytics

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের উদ্যোগে উদযাপিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। মেয়রের সরকারি আবাসিক বাসভবন গ্রেসি ম্যানসনে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশি কমিউনিটির চার শতাধিক মানুষ অংশ নেন। সেখানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহিন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম। মেয়র এরিক এডামস নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের প্রসংশা করেন। বাংলাদেশি মানুষের অবদান নিউইয়র্ক সিটিকে সমৃদ্ধ করছে বলে জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।