Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার খেলার মাঠে সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের আয়োজনে এবং কৃপাময়ী যুব সংঘের সহযোগিতায় বুধবার রাত ৮টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. ইদ্রিছ আলী।

উদ্বোধনী বক্তব্যে এম. ইদ্রিছ আলী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখে। শহীদদের স্মরণে এমন ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করবে। নকআউট পদ্ধতিতে পরিচালিত এই টুর্নামেন্টে আন্তঃজেলার ৩২টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় ইসলামপুর একতা যুব সংঘ, চুনারুঘাট ৪–৩ গোলে ইয়াং ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, সাইফ চা বাগানকে ট্রাইব্রেকারে পরাজিত করে। ইসলামপুর একতা যুব সংঘের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।