Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বড় সমস্যাগুলোর একটি হলো নীতিগত বিকৃতি, যা অতিরিক্ত আইন ও বিধিনিষেধের কারণে মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। মঙ্গলবার রাজধানীর বনানীতে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আয়োজনে ‘পোস্ট ইলেকশন ২০২৬ হোরাইজন; ইকোনোমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, গত দেড় বছরে দেশের অর্থনীতি নিম্নস্তরের ভারসাম্যে নেমে গেছে এবং এখান থেকে উত্তরণে ব্যাপক সংস্কার, উদারীকরণ ও বাজারমুখী নীতি প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজার অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যা থেকে বেরিয়ে আসতে ডি-রেগুলেশনের পথে হাঁটতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি নিয়ন্ত্রণ কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। ব্যাংক খাতে যথেচ্ছ ঋণ বিতরণ, অর্থ পাচার ও জবাবদিহিতার অভাব আর্থিক খাতকে বিপর্যস্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

আমির খসরু আরও বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা আনতে ‘গারবেজ অ্যাকাউন্ট’ পরিষ্কার করা জরুরি এবং খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করতে হবে, যা সঠিকভাবে দেখালে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাস্তব ও বিশ্বাসযোগ্য আর্থিক চিত্র উপস্থাপন অপরিহার্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।