ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সোমবার বিকাল ৩টায় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। রবিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুমা এই আহ্বান জানান এবং আহত হাদির প্রতি সংহতি প্রকাশ করেন।
জুমা তার পোস্টে ওসমান হাদিকে একজন ত্যাগী ও দেশপ্রেমিক নেতা হিসেবে স্মরণ করেন, যিনি সহকর্মীদের পাশে থেকে সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি রাষ্ট্রের ব্যর্থতার সমালোচনা করে বলেন, এমন সৎ মানুষকে রক্ষা না করার দায় রাষ্ট্রকেই নিতে হবে। পোস্টে ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান জানান তিনি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সমাবেশটি নতুন করে ছাত্র আন্দোলনের গতি সঞ্চার করতে পারে এবং রাজনৈতিক সংহতির একটি মঞ্চে পরিণত হতে পারে।