Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ছিলেন ট্রাইব্যুনালের অন্য সদস্য। তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শেষ করেন, যার মাধ্যমে ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আসামিপক্ষ সাফাই সাক্ষ্যগ্রহণের কোনো আবেদন করেনি। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) যুক্তিতর্কের তারিখ নির্ধারণের দিন ধার্য করা হয়েছে।

শুনানিতে পুলিশ ছয় গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে, তাদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ আরও পাঁচজন। ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন, তাদের পক্ষে চারজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লড়ছেন। প্রসিকিউশনের পক্ষে মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম উপস্থিত ছিলেন।

গত বছরের ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এবং ২৭ আগস্ট বিচার কার্যক্রম শুরু হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।