Web Analytics

জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত কল্পবিজ্ঞান চলচ্চিত্র *অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ* গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একই দিনে স্টার সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হয়েছে। গল্পে সুলি পরিবারের শোক, সংগ্রাম ও নতুন বিপদের মুখোমুখি হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে। লন্ডনে বিশেষ প্রদর্শনীতে সমালোচকরা ছবিটির ভিজ্যুয়াল ক্যানভাস ও বড়পর্দায় দেখার অভিজ্ঞতাকে প্রশংসা করেছেন।

প্যারিসে সংবাদ সম্মেলনে ক্যামেরন জানান, ছবিতে বাস্তুচ্যুত পরিবারের অভিজ্ঞতা ও সন্তানদের পরিচয় খোঁজার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে। সুরকার সাইমন ফ্র্যাংলেন সাত বছর ধরে সংগীত তৈরি করেছেন, লিখেছেন এক হাজার ৯০৭ পাতার স্বরলিপি এবং প্যানডোরার চরিত্রদের জন্য নতুন বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন।

পরিচালক আরও জানান, ছবিটির বাণিজ্যিক সাফল্যই নির্ধারণ করবে *অ্যাভাটার* সিরিজের ভবিষ্যৎ পথচলা, যা ইতিমধ্যেই আগের দুই পর্বে বিশ্বব্যাপী বিপুল আয় করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।