Web Analytics

সুন্দরবনের ডিএফও এজেডএম হাছানুর রহমান জানান, সুন্দরবনে ৩ মাসের জন্য বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য পর্যটক ও বনজীবীরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তিনি বলেন, গত ২-৩ দিন ধরে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বনজীবীদের জানানো হয়েছে। একইসঙ্গে সুন্দরবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরো বলেন, বর্ষাকালে সুন্দরবনের ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিক মাছের সংখ্যা বৃদ্ধি পায়। তবে বনজীবীরা বলছেন, বিকল্প জীবীকা নেই, সংসার চালাতে কষ্ট হবে!

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।