রুহুল কবির রিজভী বলেছেন, আইনজীবী এবং চিকিৎসকদের সমন্বয়ে নারী ও শিশুদের জন্য দুটি সেল গঠন করেছে বিএনপি। সারা দেশে ৮৪ সাংগঠনিক জেলায় এই সেল গঠন করা হয়েছে। এই সেল সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করবে। সেল দুটি হলো- ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’। সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হলেন ব্যারিস্টার কায়সার কামাল ও রফিকুল ইসলাম।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।