Web Analytics

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি শিক্ষার্থী গ্রেপ্তার হলে বা আইন লঙ্ঘন করলে তার ভিসা বাতিল হতে পারে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে দূতাবাস জানায়, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে তিনি মার্কিন ভিসার জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন। পোস্টে আরও বলা হয়, মার্কিন ভিসা একটি বিশেষাধিকার, অধিকার নয়, তাই আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এর আগে গত ডিসেম্বরে মার্কিন দূতাবাস জানিয়েছিল, যদি কনস্যুলার অফিসার মনে করেন কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভিসা চাইছেন, তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে। গাল্ফ নিউজ জানায়, নতুন এই সতর্কতা ভারতীয় ভিসাধারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে এবং কিছু আবেদনকারীর সাক্ষাৎকার পুনর্নির্ধারণ করা হয়েছে।

ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ২১ লাখ ভারতীয় প্রবাসী বসবাস করেন। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।