Web Analytics

যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, গত তিন সপ্তাহে প্রশাসনিক ত্রুটির কারণে ১২ জন বন্দিকে ভুল করে মুক্তি দেওয়া হয়েছে, যাদের মধ্যে দুজন এখনো পলাতক। তিনি বলেন, কারাগারের প্রশাসনিক ব্যবস্থার ত্রুটিই এ ঘটনার মূল কারণ এবং সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম চালু হলে এমন ভুল কমবে। এর আগে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসে ৯১ জন বন্দি ভুলক্রমে মুক্তি পেয়েছিলেন। সাম্প্রতিক ঘটনায় মুক্তির সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি উদ্বেগজনক। ল্যামি জানান, পলাতক দুই বন্দি ভয়ংকর বা যৌন অপরাধী নন। সম্প্রতি যৌন নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত হাদুশ কেবাতু ভুলক্রমে মুক্তি পেয়ে আলোচনায় আসেন, পরে তাকে পুনরায় গ্রেপ্তার ও ইথিওপিয়ায় নির্বাসিত করা হয়। সরকার ইতিমধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে, যার মধ্যে রয়েছে চেকলিস্ট অনুসরণ ও মানবিক ভুল কমাতে এআই-ভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ। তবুও গত বছর ভুল মুক্তির সংখ্যা ১২৮ শতাংশ বেড়ে ২৬২ জনে পৌঁছেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।