চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত আয়োজিত অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজ রাসেল নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।
মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতে ইসলামী যে আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তা মানবতার কল্যাণ, ন্যায়বিচার ও সততার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতার রাজনীতিতে নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করে। যোগদানকারীদের মধ্যে ছিলেন সাবেক ওয়ার্ড সভাপতি কাজী ইউনুস, সেক্রেটারি ইমারত, যুবদল নেতা সুরুজ আলী, আব্দুর রশীদ ব্যাপারী ও চিকিৎসক কাউছার আলীসহ অনেকে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের যোগদান স্থানীয় পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয় এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি করতে পারে।