Web Analytics

ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে। এ নিয়ে শিবিরের ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই স্মৃতিকে ধারণ ও ভবিষ্যতের পথরেখা নির্ধারণের উদ্দেশ্যে এ আয়োজনে আমরা শিল্প, সংস্কৃতি, স্মৃতি ও রাজনৈতিক ভাবনার একত্রে সমাবেশ ঘটাবো। আরও জানান, এই আয়োজনের মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-এর তাৎপর্য তুলে ধরা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং প্রতিরোধ চেতনা পুনর্জাগরণের প্রয়াস থাকবে। পাশাপাশি ছাত্ররাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গণআলোচনাও হবে কর্মসূচির অন্যতম অনুষঙ্গ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।