কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে ক্যাম্পাসে পৌঁছেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। সকাল পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিও আজ দুপুরে কুয়েটে আসবে। এর আগে আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। এ ঝুঁকি বিবেচনায় অনশন প্রত্যাহারেরও অনুরোধ জানান।