Web Analytics

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের আর্থিক খাতের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ লাখ ৪২ হাজার ৫৮৬ কোটি টাকা। এর মধ্যে ৯৬ শতাংশ সম্পদ ব্যাংক খাতের হাতে, আর বীমা ও পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশীদারত্ব ৩ শতাংশেরও কম। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই হিসাবটি কেবল গ্রস বা মোট সম্পদের, বাস্তবে এর বড় অংশই ঝুঁকিপূর্ণ বা অকার্যকর হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরীসহ বিশেষজ্ঞরা মনে করেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ, অনিয়ম ও লুণ্ঠনের কারণে প্রকৃত সম্পদের পরিমাণ অনেক কম। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার বেশি, যা বিতরণকৃত ঋণের প্রায় ৩৬ শতাংশ। মুজেরী বলেন, ফরেনসিক অডিট ছাড়া প্রকৃত সম্পদ নির্ণয় সম্ভব নয়, কিন্তু সরকার সে পথে এগোয়নি।

বিশ্লেষকরা সতর্ক করছেন, আর্থিক খাতের দুর্বল শাসন ও স্বচ্ছতার অভাব দেশের অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তারা দ্রুত সংস্কার, জবাবদিহি ও কার্যকর তদারকির আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।