তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ। এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত। বিস্তারিত প্রতিবেদন আগামী ২১ জুনের মধ্যে দাখিল করবে এ কমিটি।