বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা হলেন- চট্টগ্রাম জেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪০), রিয়াদ হোসেন (২৭), তারেক হোসেন (২৩), মো. ওসমান (৫৬)। কক্সবাজার জেলার বাসিন্দা আব্দুল কাদের (৪৭), তৌহিদুল ইসলাম (৩৫), বাহাদুর (৪৩), মো. নুরবক্স (৫৪)। নোয়াখালী জেলার বাসিন্দা সরোয়ার উদ্দিন (৫২) ও টেকনাফের হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল ওয়াহেদ (২৩)। জব্দ ইউরিয়া সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং আটকদের ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।