বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের গুলশানস্থ বাসভবনে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া, যুক্তরাষ্ট্র দূতাবাসের দুইজন জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা বৈঠকে অংশ নেন, যা বিএনপি ও ঢাকাস্থ মার্কিন মিশনের মধ্যকার চলমান কূটনৈতিক সংযোগকে ইঙ্গিত করে।