চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ ভেসে এসেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পতেঙ্গা ১৮ নম্বর ঘাট থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ জানায়, মরদেহ দুটি কাদের তা এখনও শনাক্ত করা যায়নি। নিখোঁজ জেলেদের পরিবার আসলে মরদেহগুলো শনাক্ত করা যাবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফিশিং বোটের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ওইদিন সকালে চট্টগ্রামের ফিশারীঘা থেকে ১৯ জন জেলে নিয়ে আনিকা নামের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। পরে পেছন থেকে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল।