Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে একটি স্মারকে সই করেছেন। বুধবার হোয়াইট হাউস জানায়, এসব সংস্থা আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করছে না—এই যুক্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, তবে কোনো সংস্থার নাম উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এখন আর দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক বৈশ্বিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছেন।

এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, কারণ প্রশাসন বৈশ্বিক অঙ্গনে নিজেদের সম্পৃক্ততা পুনর্মূল্যায়ন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।