অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ার নিয়ে একটি নেতিবাচক ধারণা আছে। সংস্কার হলে কারও ক্যারিয়ারের কোনো অসুবিধা হবে না। বরং তাদের স্ট্যাটাসটা বাড়বে। উপদেষ্টা বলেন, এনবিআরে সংস্কার করার কারণ হচ্ছে এখানে আগে অনেক রকম অসঙ্গতি ছিল। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। উপদেষ্টা বলেন, আমি অনুমান করে বলছি, এখানে ব্যবসায়ীদের কিছু স্বার্থ আছে। না হলে ক্যারিয়ার নিয়ে তারা হঠাৎ করে এত চটে গেলেন কেন? অন্য কোন উদ্দেশ্য যদি না থাকে তাহলে এমন হওয়ার কথা নয়। তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিতি কোনো সরকারি কর্মচারী বিশেষত এনবিআরের কেউ কোনোদিন করেনি। এমন কোনো সমস্যা নেই যেটা আলোচনা করে সমাধান করা যাবে না।