ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি ডাকসু নির্বাচন, নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা, উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। উপাচার্য গবেষণায় সরকারি অনুদান বাড়ানো ও একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর গতি বাড়াতে প্রধান উপদেষ্টার সহায়তা চান। ইউনূস বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সম্ভাব্য সমাবর্তনে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।