আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের দুই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হচ্ছে। মামলাগুলো টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনার সঙ্গে সম্পর্কিত। ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে; পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। এর আগে ৮ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের পাঁচ সাবেক মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেনাবাহিনী পরে জানায়, ১৫ জন কর্মরত কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ হাজির হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র্যাব ও ডিজিএফআইয়ের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা, যেমন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।