Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে ইসলামি বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. রেয়াজুল ইসলামের মনোনয়নও বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেন।

রিটার্নিং অফিসার জানান, কামরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে কারণ তার ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকা যাচাইয়ে একজনের জাতীয় পরিচয়পত্র ও নামের মধ্যে অমিল পাওয়া গেছে। তবে তিনি আপিল করতে পারবেন। যাচাই-বাছাই অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, এনবিআর, পল্লী বিদ্যুৎ সমিতি ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কামরুল ইসলাম আনসারী বলেন, তালিকাভুক্ত ওই ব্যক্তি উপস্থিত হতে চাইলেও তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আপিল করবেন এবং ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।