বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বিকেলে জুলাই অভ্যুত্থান স্মরণ এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩টায় এই প্রদর্শনী হবে। কুয়েট হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের পর এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এর আগে কুয়েটে ছাত্রদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন, এবং বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।