Web Analytics

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে হেফাজতে ইসলামের নায়েবে আমির জসিম উদ্দিন বলেছেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহিদদের রক্তের পথ ধরেই বিজয় এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরাইলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে হাজার হাজার নিরপরাধ গাজাবাসীকে হত্যা করেছে। তিনি বলেন, মূলত ইসরাইলি বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। গাজায় তাদের হামলা রীতিমতো যুদ্ধাপরাধের শামিল। বর্বর হামলার জন্য ইসরাইলি বাহিনীকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। এছাড়া তিনি অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।