Web Analytics

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অন্তর্বর্তী সরকারের জারি করা ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ৬ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই অধ্যাদেশ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বাধীন ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থার পরিপন্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। আ স ম রব অভিযোগ করেন, সরকার এই অধ্যাদেশের মাধ্যমে পুলিশকে জনগণের সেবক নয় বরং ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন— ঔপনিবেশিক পুলিশ আইন ১৮৬১ বাতিল করে নতুন আইন প্রণয়ন, পুলিশকে সাংবিধানিক অধিকারের রক্ষক হিসেবে সংজ্ঞায়িত করা, প্রশিক্ষণে মানবিক মর্যাদাকে অগ্রাধিকার দেওয়া, আদেশনির্ভর মানসিকতা থেকে সেবামুখী মানসিকতায় রূপান্তর, এবং দলীয় প্রভাবমুক্ত স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বর্তমান অধ্যাদেশ প্রত্যাহার করে মানবিক, গণমুখী ও সাংবিধানিক নীতিনিষ্ঠ পুলিশ সংস্কার বাস্তবায়ন করতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।