সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে কারখানায় কাজ করা জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জেনে ছুটির আবেদন করেন তিনি। ছুটি না দিয়ে কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র রেখে জান্নাতুলকে চলে যেতে বলে কর্তৃপক্ষ। পরে তিনি বাড়ি চলে যান। বুধবার ভোরে কারখানায় আসেন জান্নাতুল। পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে।