ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম ‘দ্য ডিসেন্ট’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিচেষ্টার ঘটনায় জড়িত তৃতীয় সন্দেহভাজনকে শনাক্ত করেছে। শনাক্ত ব্যক্তির নাম জাকির হোসেন ওরফে ‘জিন জাকির’। তিনি হাদির নির্বাচনি প্রচারে সক্রিয় ছিলেন এবং মূল দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার বাইকচালক আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ রাখতেন।
তদন্তে জানা যায়, জাকিরের বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবরে মোহাম্মদপুর ও গাবতলীতে ডাকাতির দুটি মামলা হয়েছিল। পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করে। পরে হাইকোর্টের আদেশে তিনি জামিনে মুক্তি পান। ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে হাদির সঙ্গে তোলা ছবিতে তিন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।
এই শনাক্তকরণ রাজনৈতিক প্রচারে নিরাপত্তা ঘাটতি ও অপরাধী চক্রের সম্পৃক্ততা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও নাগরিক সমাজ দ্রুত তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।