Web Analytics

এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেছেন, অগাস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো আমরা কি সত্যিকার অর্থে মন খুলে কথা বলতে পারছি? ভয়-শঙ্কাহীন, ন্যায়ভিত্তিক একটি সমাজ কি প্রতিষ্ঠিত হয়েছে? না, হয়নি। তাই এ দুর্ভাগা জাতিকে এখনও অনেক পথ লড়াই করে যেতে হবে। তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, যদি তাদের মৃতদেহ এই কক্ষে রাখা হয়— তাহলে হয়তো লাশের স্তূপ এই কক্ষে ধরবে না। এসব আমাদের আরেকবার মনে করা দরকার— তাহলে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য উপলব্ধি করতে পারব। সামান্তা প্রশ্ন তোলেন, আমরা কি কেবল একটা সংসদীয় নির্বাচনের জন্য এতগুলো জীবন দিয়েছি? এই উপলব্ধি থেকেই আমরা দল গঠন করেছি। কিন্তু হতাশ হতে হয় যখন দেখি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের কাউকেই মনে হয় না তারা বুঝতে পারছেন— কতজনের রক্তের ওপর দাঁড়িয়ে তারা আজ ক্ষমতায়। আরো বলেন, সচিবেরা সবাই আগের আমলের। অথচ তারা বলছেন, তারা বৈষম্যের শিকার। তারা কীভাবে ওই পদে এলেন, কার সুপারিশে এলেন— তা জনগণের সামনে উন্মুক্ত করা হোক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।