পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় শুক্রবার রাতে একটি ট্রাক খালে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। জিও নিউজ জানায়, ঘটনাস্থলেই সাতজন মারা যান, বাকিদের পরে উদ্ধার করা হয়।
উদ্ধার কর্মকর্তারা জানান, ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিলেন এবং এটি কোট মোমিন শহরের কাছে গালাপুর বাংলা খালে পড়ে যায়, যদিও খালটিতে পানি ছিল না। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল। পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনায় আহতদের অবস্থা বা উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।