Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রার্থী নয়, দলের প্রতীক ‘ধানের শীষ’ই মুখ্য। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের প্রতীক ও আদর্শের পক্ষে কাজ করতে হবে।

সারা দেশের ৭৫টি ইউনিট থেকে এক হাজারের বেশি ছাত্রদল নেতা-কর্মীর উপস্থিতিতে তারেক রহমান বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, খাল খনন, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব নিরসনে দলীয় কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে জনগণকে এসব পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত করা হবে। নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন, যাতে ধানের শীষের পক্ষে জনসমর্থন সুদৃঢ় হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।